ওমানে পাক-ভারতের ''আম যুদ্ধ''
ভারত ও পাকিস্তনের মধ্যে বৈরিতা চিরকালের। সেটা দু'দেশের রাজনীতিক ও সমরনায়কদের মধ্যেই কেবল সীমাবদ্ধ তা নয়, বরং দু'দেশের সাধারণ মানুষের মাঝেও যে ছড়িয়ে পড়েছে, তার প্রমাণ মিলছে সুদূর ওমান দেশেও।
টাইমস অব ওমান পত্রিকা জানায়, কোন দেশের আম শ্রেষ্ঠ - এ নিয়ে ওমানপ্রবাসী ভারতীয় ও পাকিস্তানীরা অনলাইনে ''যুদ্ধে'' জড়িয়ে পড়েছে। উভয় পক্ষই প্রমাণ করার চেষ্টা করছে যে তাদের আমই সেরা।
এখানে বলে রাখা ভালো যে, উভয় দেশ থেকেই ওমান আম আমদানী করে থাকে, তবে ভারত থেকে আমদানীর পরিমাণ একটু বেশি।
দেশপ্রেমে উজ্জীবিত প্রবাসী পাকিস্তানী শহীদ আফজাল লিখেছেন, পাকিস্তানী আমের কোনো তুলনাই হয় না, বিশেষ করে চাউসা (চোষা), সিন্ধ্রি, আনওয়ার লেতর ও ল্যাংড়া।
রায়ান খান আফ্রিদী নামের আরেক পাকিস্তানী লিখেছেন, পাকিস্তানী আম হলো নাম্বার ওয়ান। এখানে অনেক দোকানে আমি দেখেছি ভারতীয় আমের সামনের সারিতে পাকিস্তানী আম সাজানো আছে। এর মানে হলো লোকজনকে দেখানো যে এগুলো ভালো।
নিজেদের আমের শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রবাসী ভারতীয়রাও কম যায় না। মিনা পান্ডে নামে একজন লিখেছেন, ভারতের রত্নগিরি জেলার আলফনসো আম হলো আমের রাজা। কী স্বাদ, কী রঙ - কোনো দিক থেকেই এই আমকে কেউ হারাতে পারবে না। এছাড়া ভারতের কেসার, রাজাপুরি, ল্যাংড়া আমেরও তুলনা হয় না
ভিরাল শাহ নামের আরেক প্রবাসী ভারতীয় লিখেছেন, ভারতের আমের স্বাদ কম - এ কথা যারা বলে, তাদের উচিৎ তাড়াতাড় ডাক্তার দেখিয়ে জিহ্বা পরীক্ষা করানো।
Comments
- No comments found
Leave your comments