নাচোলে আশ্বিনা আম গাছে অসময়ে আম ও গুটি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের কাতলা কান্দর গ্রামে কৃষক আলাউদ্দিনের একটি আম গাছে অসময়ে আম ধরেছে। আমগুলো পরিপক্ক হতে না হতেই আবারো গাছে মুকুল এবং ছোট-বড় আমের গুটিও ধরেছে। এজন্য চরম খুশিতে কৃষক আলউদ্দিন। অসময়ে এ আম দেখতে কৃষক আলাউদ্দিনের বাড়িতে প্রতিদিন ভীড় জমাচ্ছে এলাকার অসংখ্য নারী-পুরুষ ও শিশুরা। জানাগেছে, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের কাতলা কান্দর গ্রামে মৃত নিয়াজ উদ্দিনের ছেলে আলাউদ্দিনের বাড়ির আঙ্গীনায় প্রায় ৪ বছর আগে একটি আশ্বিনা জাতের আম গাছ লাগিয়েছিল। গত ভাদ্রমাসে ওই গাছে প্রথম মুকুল আসে এবং আশ্বিন মাসে আমগুলো বড় বড় দেখা যায়। কৃষক আলাউদ্দিন জানান, আমের ওজন প্রায় ৬’শ থেকে ৮’শ গ্রাম হবে। গত বছর বাড়ির পার্শ্বে একই জাতের একটি আমগাছে আম ধরেছিলো সেটা আকারে বড় এবং ক্ষেতেও বেশ সুসাদু। তিনি বলেন আম গাছে একবার আম আসে এটাই সাভাবিক, কিন্ত আমার এ গাছে একই সময়ে ২ বার আমের মুকুল আসা এটি একটি অসাভাবিক ব্যাপার বলে মনে করছেন স্থানীয় অনেক কৃষকই।
Comments
- No comments found
Leave your comments