সচিবালয়ে আম চুরি বন্ধে পুলিশি পাহারা!
সচিবালয়ে আম চুরি বন্ধে পুলিশি পাহারা বসানো হয়েছে। তবুও ঠেকানো যাচ্ছে না আম চুরি। এমনকি আম গাছের গায়ে নোটিসও ঝুলানো হয়েছে। নোটিসে বলা হয়েছে, 'আম ছেঁড়া নিষেধ- আদেশক্রমে কর্তৃপক্ষ'। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সচিবের দফতরের সামনে একটি ল্যাংড়া আম গাছে এ ধরনের নোটিস টানানো হয়। জানা গেছে, প্রতিদিন বিকালে ও রাতে কে বা কারা সচিবালয়ের ভেতরের এ গাছ থেকে আম চুরি করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথমে আম চুরির জন্য কর্তব্যরত পুলিশকেই সন্দেহ করেন। এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে পুলিশের অ্যাসিস্টেন্ট ডেপুটি কমিশনারকে জানানো হয়। এরপরও চুরি বন্ধ না হওয়ায় গত সপ্তাহে প্রায় প্রতিদিনই বিষয়টি পুলিশের নজরে আনা হয়। তদন্ত করে পুলিশ জানায়, রাতে সচিবালয়ের ভেতরে থাকা ক্যান্টিনের কর্মচারীরাই আম চুরি করছে।
Comments
- No comments found
Leave your comments