আম চুরি করে খোয়া গেল তিন আঙুল
সামান্য একটি আমের জন্য হাতের তিনটি আঙুল হারাতে হল এক যুবককে। চার বন্ধু মিলে ঘুরতে ঘুরতে আম বাগানে গিয়ে একটি পাকা আম পেরে নেয়। বাগানের পাহাড়াদার দেখতে পেয়ে যাওয়াতেই বাঁধে বিপত্তি। পাহাড়াদারের হাঁসুতেও খোয়া যায় যুবকের তিনটি আঙুল।
এবং বচসা শুরু হয় পাহাড়াদারের সাথে ওই চার যুবকের। এরপরই পাহাড়াদার হাসুয়া চালালে কৌশিক হালদারের বাম হাতের
তিনটি আঙ্গুল কেঁটে মাটিতে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার কাজলদিঘী এলাকায়। অভিযুক্তকে ইংরেজবাজার থানার পুলিশ গ্রেপ্তার করেছে।
ইংরেজবাজার থানার লক্ষীপুর কলোনীর বাসিন্দা কৌশিক হালদার ও তাঁর তিন বন্ধু মিলে কাজলদীঘি এলাকায় ঘুরতে যায়। সেখানে প্রচুর আমের বাগান রয়েছে। আসলে এখন আম পাকার সময় চলছে। সেই পাকা আম দেখেই কৌশিকের বন্ধু টোটন গাছ থেকে একটি পাকা আম পেরে নেয়। সেটাই চোখে পড়ে যায় মুক্তি সিং নামে ওই পাহারাদারের। পাহারাদারের ট্যারাব্যাকা প্রশ্নের উত্তর বচসার দিকে গড়ায়। বচসা ক্রমে হাতহাতির রূপ নেয়।
এরপরই ওই পাহারাদার আচমকা একটি হাসুয়া নিয়ে এসে যুবকদের উপর আক্রমন করে। কৌশিক নামের ওই যুবক বাম হাতে হাসুয়াটিকে প্রতিরোধ করতে গেলে। সাথে সাথে হাসুয়ার আঘাতে কৌশিকের তিনটি আঙ্গুল কেটে মাটিতে পড়ে যায়। ঘটনার পর কৌশিককে মালদা মেডিক্যাল কলেজ হাসতাপাতালে ভর্তি করা হয়েছে। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ মুক্তি সিংকে গ্রেফতার করেছে।
Comments
- No comments found
Leave your comments