কুড়িগ্রামে কৃষকের মধ্যে উন্নত জাতের আমের কলম বিতরণ
কুড়িগ্রামে প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে উন্নত জাতের আম চাষের উদ্যোগ নেয়া হয়েছে। এজামুন নেছা ফাউন্ডেশনের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কারিগরি সহযোগিতায় এ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার দুপুরে জেলা সদরের পপুলার হাসপাতাল চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক জাফর আলী। এ সময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মকবুল হোসেন, এজামুন নেছা ফাউন্ডেশনের পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বদরুল হাসান বাবুল, পৌরমেয়র আব্দুল জলিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, ডা: মওদুদ হোসেন রাবু প্রমুখ। এ সময় ৪০ জন কৃষককে বাগান পর্যায়ে এক হাজার ৬০০ এবং ১০০ কৃষককে বসতবাড়িতে লাগানোর জন্য ৪০০ উন্নত জাতের আমের কলম বিনামূল্যে দেয়া হয়। কৃষি বিভাগ এসব চারা বেড়ে ওঠার জন্য কারিগরি সহায়তাসহ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে। উদ্যোক্তারা বলেন, আগামী ছয় বছরে জেলায় বাণিজ্যিক ভিত্তিতে আম চাষ সম্প্রসারণে এক লাখ উন্নত জাতের আমের কলম বিনামূল্যে বিতরণ করা হবে।
Comments
- No comments found
Leave your comments